সোনু সুদ। অভিনেতা তো বটেই। কিন্তু এই নামটা শুনলে অভিনয়ের পাশাপাশি আর কোন ছবি ভেসে ওঠে চোখের সামনে? অতিমারি ও লকডাউনের সময়ে সারি সারি ট্রাকে বোঝাই করা হচ্ছে নিত্যদিনের প্রয়োজনীয় রসদ। আর তদারকি করছেন একজন সুঠাম চেহারার ব্যক্তি। তিনি সোনু সুদ। যাঁর পরিচিতি এখন শুধু অভিনয়ের জগতেই সীমাবদ্ধ নয়। কঠিন সময়ে সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এই বলিউড তারকা। তার পর থেকে তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে ‘মসিহা’ উপমা। আরও এক বার প্রকাশ্যে এল তাঁর সেই সত্তা। জয়পুরে এক ফাস্ট ফুড সেন্টারে দেখা গেল অভিনেতাকে।
দোকানের নাম ‘সোনু সুদ ফাস্ট ফুড কর্নার’। বছর দুয়েক আগে অতিমারি ও লকডাউনের সময়ে কয়েক হাজার মানুষকে বাড়ি ফেরার ও উপার্জনের ব্যবস্থা করে দিয়েছিলেন সোনু। তাঁদের মধ্যে অন্যতম জয়পুরের বলরাজ। অভিনেতার সাহায্যে একটি ফাস্ট ফুডের দোকান খুলেছিলেন বলরাজ। অভিনেতার প্রতি কৃতজ্ঞতা বশত দোকানের নাম রেখেছিলেন, ‘সোনু সুদ ফাস্টফুড কর্নার’।