রাবিতে ভর্তি আবেদন শুরু ১৫ মার্চ, থাকছে সেকেন্ড টাইম

সমকাল প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১৫ মার্চ থেকে। আবেদন চলবে ২৭ মার্চ পর্যন্ত। গতবারের ন্যায় এবারো থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ। পরীক্ষা শুরু হবে ২৯ মে থেকে। 


রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রাথমিক আবেদন চলবে। চূড়ান্ত আবেদন ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত করা যাবে। এ, বি এবং সি এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন চার শিফটে অনুষ্ঠিত হবে। কেবলমাত্র ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us