রাজশাহীর চারঘাটের ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ এবং বিএনপির পদযাত্রা কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। তবে কর্মসূচি শেষে রাতভর অভিযানে বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় নেতাকর্মীদের বাড়িতে পুলিশ ভাংচুর করেছে বলেও অভিযোগ তুলেছেন বিএনপি নেতারা।
শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার ছয় ইউনিয়নে পদযাত্রা শুরু করে বিএনপি। আ'লীগও প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ পালন করে। কোনো ধরনের সংঘাত ছাড়াই এসব কর্মসূচি শেষ হয় এবং নেতাকর্মীরা নিজ নিজ বাড়িতে ফিরে যান। এরপর মাঝে রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
আটকরা হলেন- ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও তার ছেলে ডাকরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুজ্জামান লেলিন, বাঁকড়া ওয়ার্ড সভাপতি আকবর হোসেন ও ঝাউবনা ওয়ার্ড সভাপতি নবাব আলী।