বিএনপিতে দুটি গ্রুপ তৈরি হয়েছে জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘বিএনপির মধ্যে একটি গ্রুপ হলো আম্মা গ্রুপ, আরেকটা ভাইয়া গ্রুপ। ভাইয়া গ্রুপ নির্বাচন চায় না। কারণ তারা দেশে অশান্তি ও অরাজকতা সৃষ্টি করতে চায়। আম্মা গ্রুপ চাইলেও ভাইয়া গ্রুপের কারণে নির্বাচনে আসতে পারছে না।’
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি করে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘বিগত সময়গুলোর দিকে চোখ রাখলে বুঝতে পারবেন, তারা পেট্রল ও গানপাউডার দিয়ে গাড়িতে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তো আওয়ামী লীগের লোক নন। তাহলে কেন তাদের নির্মমভাবে হত্যা করা হলো? এখন আপনারা চিন্তা করুন, যারা মানুষকে পুড়িয়ে মারে তাদের ভোট দেবেন, নাকি যারা দেশের উন্নয়নে কাজ করেন তাদের ভোট দেবেন।’