সার্চের জন্য গুগল বহুল ব্যবহৃত। তবে এজ ব্রাউজারে মাইক্রোসফটের বিং ব্যবহার করতে হয়। গুগলের পর এর অবস্থান।দুটি সার্চ ইঞ্জিনের মধ্যে প্রতিযোগিতা চলমান। সম্প্রতি ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রতিযোগিতা বাড়িয়ে দিয়েছে। মাইক্রোসফট এতে বড় বিনিয়োগের ঘোষণাও দিয়েছে। পরিষেবায় চ্যাটজিপিটি ব্যবহারের অংশ হিসেবে বিং সার্চের আপডেট ভার্সন নিয়ে এসেছে মাইক্রোসফট। খবর দ্য ভার্জ।
২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করে ওপেনএআইয়ে চ্যাটজিপিটি। এর পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট নিয়ে প্রযুক্তি জগতে আলোচনা চলছে। ২০২৩ সালের জানুয়ারিতে প্রায় ১০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেছে। অন্যান্য সার্চ ইঞ্জিনের তুলনায় এ চ্যাটবটটি একেবারেই আলাদা।