You have reached your daily news limit

Please log in to continue


ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তির মুখে সুজন

একেই বোধ হয় বলে ‘হরিষে বিষাদ’। নিজের ভুলে আনন্দের দিনটা মাটি করলেন খালেদ মাহমুদ সুজন। তার আবিষ্কার হাবিবুর রহমান সোহান শুক্রবার রাতে শেরে বাংলায় দেখালেন ব্যাটিং তাণ্ডব। রাজশাহীর সবে কৈশোর পার করা এ আনকোরা যুবার ৯ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে সাকিবের ফরচুন বরিশালকে হারালো খুলনা টাইগার্স।

গ্রুপপর্বের শেষ ম্যাচে জয়ের হাসি নিয়ে শেষ করলো এবারে পুরো বিপিএলেই ধুঁকতে থাকা খুলনা টাইগার্স। কিন্তু এ সাফল্যের আনন্দটা উপভোগ করতে পারলেন না খুলনা কোচ খালেদ মাহমুদ সুজন। খেলা চলাকালীন ড্রেসিংরুমে ধূমপান করে রীতিমত নিন্দিত ও সমালোচিত জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ধূমপানরত সুজনের ছবি ভাইরাল। ক্রিকেট সমর্থকদের প্রশ্ন- জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান টিম ডিরেক্টর হয়েও খালেদ মাহমুদ সুজন এ কী করলেন? ড্রেসিংরুমে ক্রিকেটারদের পাশে দাঁড়িযে ধূমপান করা যে ক্রিকেটীয় রীতি, নীতি ও সংস্কৃতির সঙ্গে একেবারেই মানানসই নয়। শুধু লোক নিন্দার মুখে পড়া নয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন