কত বিচিত্র এই রাজনীতি!

যুগান্তর বদিউর রহমান প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৮

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৬ জানুয়ারি ২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নির্মিত মঞ্চ হঠাৎ ভেঙে পড়ে। শোভাযাত্রা উদ্বোধনের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তৃতা দেওয়ার সময় বিকাল ৪টা ১০ মিনিটে ঘটে এ ঘটনা। মঞ্চ ভেঙে পড়াটা একটা দুর্ঘটনা, এমনটি হতেই পারে।


এটা তো সামান্য একটা মঞ্চ মাত্র। ভারী নির্মাণের কত কাঠামোই তো হঠাৎ হঠাৎ ভেঙে পড়ে। কয়েক বছর আগে মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরিতে পথচারী সেতুর গার্ডার ভেঙে পড়ল, চট্টগ্রামের বহদ্দার হাটে নির্মাণাধীন ফ্লাইওভারের বিশাল গার্ডার ভেঙে পড়ল, এই সেদিন বিমানবন্দর সড়কে ক্রেন থেকে বড় গার্ডার একটি গাড়ির ওপর পড়ে গেল।


নির্মাণ শেষ হওয়ার আগেই সেতু, কালভার্ট, এমনকি বাড়ির ছাদ ধসে পড়ার ঘটনা তো হরহামেশাই খবর হয়। ওসব ঘটনায় জীবনহানি ঘটে। মর্মান্তিক মৃত্যুর করুণ চিত্র চোখের সামনে জীবন্ত হয়। এই যেখানে অবস্থা, সেখানে বাঁশ-খুঁটির কিংবা কাঠের ফ্রেমের একটি মঞ্চ ভেঙে পড়া অস্বাভাবিক কিছু নয়। এ নিয়ে হাসি-তামাশার কিছু আছে বলে নিশ্চয় বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা মতপ্রকাশ করবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us