অন্ধত্ব নিরাময়ের পরীক্ষা হিসেবে এক ইদুরের মস্তিষ্কে সফলভাবে মানব মস্তিষ্কের অংশ স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।
‘ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া’র ওই গবেষক দল বলেছে, কোনো ক্ষতিগ্রস্ত ইঁদুরের মস্তিষ্কের সঙ্গে কৃত্রিমভাবে বেড়ে ওঠা মানব মস্তিষ্কের টিস্যুর সংযোগ ঘটানো ‘অর্গানয়েড গ্রাফট’ মানুষের অন্ধত্বের পাশাপাশি গুরুতর মস্তিষ্কের আঘাত নিরাময়ের উপায় হতে পারে।
“আমরা কেবল একক কোষ নয়, বরং টিস্যু প্রতিস্থাপনের ওপরও মনযোগ দিয়েছি।” --বলেন ইউনিভার্সিটির নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক আইজ্যাক চেন।