ঢাকা: দুর্গম হাওরে বেড়ে ওঠা দুইবারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিজেকে একজন সাধারণ মানুষ মনে করেন। সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত আবদুল হামিদ বলেছেন, আমি হাওর অঞ্চলের দুর্গম এলাকায় জন্ম নেওয়া এবং হাওরের কাদা জলে বেড়ে ওঠা একজন সাধারণ মানুষ।
রাষ্ট্রপতি বলেন, কোন কিছু পাওয়া বা হওয়ার লক্ষ্য নিয়ে আমি কখনো রাজনীতি করেননি। বুধবার (৮ ফেব্রুয়ারি) বঙ্গভবন দরবার হলে আয়োজিত রাষ্ট্রপতির আত্মজীবনীমূলক ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ ও বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রদত্ত ভাষণসমূহের সংকলন ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। আবদুল হামিদ বলেন, স্কুল জীবন থেকে আমার রাজনীতি শুরু।