You have reached your daily news limit

Please log in to continue


ChatGPT ব্যবহারে কি বড় ঝুঁকি? জানুন কী বলছেন সংস্থার ভারতীয় বংশোদ্ভূত CTO

প্রযুক্তি এগোতে এগোতে ক্রমশ এমন জায়গায় পৌঁছেছে, খুব শিগগিরই মানুষের অনেক কাজেরই বিকল্প হয়ে উঠবে Artificial Intelligence ও রোবটিকস। 2022 সালে Artificial Intelligence-র দুনিয়ার ভাষাকে বদলে দিয়েছে OpenAI-র তৈরি ChatGPT। নভেম্বর মাসে লঞ্চ হওয়ার পরেই হইচই পড়ে গিয়েছিল এই AI চ্যাটবট সার্ভিসটি ঘিরে।

লঞ্চ হওয়ার ক'দিনের মাথায় দশ লাখ ইউজার ছুঁয়ে ফেলেছিল অ্যাপটি। যা কার্যত রেকর্ড। প্রযুক্তিমহলে কান পাতলেই এখন শুধু chatGPT-র নাম। তবে মাস তিনেক পরেও জনপ্রিয়তা এতটুকু কমেনি এই চ্যাটবট সার্ভিসটি। বরং উত্তরোত্তর তা বেড়েছে। ইতিমধ্যেই তা ছুঁয়ে ফেলেছে 10 কোটি ইউজার। যা অন্য কোনও অ্যাপের ক্ষেত্রে কক্ষনও ঘটেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন