You have reached your daily news limit

Please log in to continue


চ্যাটজিপিটি’সহ নতুন বিং সার্চ ইঞ্জিন আনল মাইক্রোসফট

সার্চ ইঞ্জিন বিংয়ের নতুন সংস্করণ চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। আর এর বড় আকর্ষণ চ্যাটজিপিটির সক্ষমতা।

নতুন এই সার্চ ইঞ্জিনটি ঢেলে সাজানো হয়েছে ওপেনএআই’র জনপ্রিয় চ্যাটজিপিটি প্রযুক্তির মাধ্যমে। ২০২২ সালের শেষের দিকে উন্মোচনের পর থেকেই বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এটি।

বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, এই পদক্ষেপ এখন পর্যন্ত ওয়েব সার্চে গুগলের একচেটিয়া আধিপত্যের বেলায় সবচেয়ে বড় হুমকি হতে যাচ্ছে। আর বিভিন্ন কোম্পানির মধ্যে এআই প্রতিযোগিতার সূচনাও ঘটতে যাচ্ছে এর মাধ্যমে।

“আজ থেকেই এই দৌড় শুরু হচ্ছে” --বলেন মাইক্রোসফট প্রধান সাতিয়া নাদেলা।

মাইক্রোসফট সমর্থিত সফটওয়্যার কোম্পানি ওপেনএআই’র তৈরি এই চ্যাটবট বিভিন্ন ‘ডিপ লার্নিং’ কৌশলের সহায়তায় ব্যবহারকারীর সার্চ অনুরোধে মানুষের মতো প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

নাদেলা বলেন, তার ভাবনায় ছিল, এটি অনলাইন সার্চের পাশাপাশি অন্যান্য সফটওয়্যারের সঙ্গে যোগাযোগের রূপ বদলে দেওয়ার করার জন্য প্রস্তুত।

“এই প্রযুক্তি আমাদের জানা প্রায় প্রতিটি সফটওয়্যারের ধরনকে নতুন আকার দেবে।” --বলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন