শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৯ হাজার ৪৫৭ জনে দাঁড়িয়েছে। সোমবার ভূমিকম্পটি আঘাত হানে।
বুধবার তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটিতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৫৭ জনে।
তবে সিরিয়ায় নিহত কত, তা নির্ণয় করা কঠিন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা ও উদ্ধারকারী দল বলছে, নিহত দুই হাজার ৫০০ ছাড়িয়েছে।
সোমবার ভোরের দিকে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর দুপুরে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্প আঘাত হানা অঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন।
এদিকে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে আঘাত হানা অঞ্চল পরিদর্শন করবেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এই খবর জানিয়েছে।
আনাদুলো বলছে, এরদোয়ান কাহরামানমারাস শহর পরিদর্শনের পর পাজারিক জেলা পরিদর্শন করবেন। এরপর তিনি হাতায়ের উদ্দেশে যাবেন।