সুপেয় পানি-স্যানিটেশনে ২৮৮ কোটি টাকা ঋণ দেবে এডিবি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৩

মাত্র এক মাসের ব্যবধানে আবারও ভয়াবহ বন্যার মুখে পড়ে সিলেট বিভাগ। এ বিভাগের প্রায় ৮০ শতাংশ জায়গা পানিতে তলিয়ে যায়। চারটি জেলার মধ্যে সুনামগঞ্জ ও সিলেটের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করে। সব থেকে বেশি সমস্যা দেখা যায়, সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনায়।


এ সংকট কাটাতে ৩৪৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে বন্যা আক্রান্ত এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার পুনর্নির্মাণে জরুরি সহায়তা নিচ্ছে সরকার। এ প্রকল্পে ২৮৮ কোটি ৮৫ লাখ ২৭ হাজার টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাকি ৫৪ কোটি ৯৯ লাখ টাকা সরকারি কোষাগার থেকে মেটানো হবে। এরই মধ্যে পরিকল্পনা কমিশনে প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)।


পরিকল্পনা কমিশন জানায়, জানুয়ারি ২০২৩ থেকে জুন ২০২৫ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us