বাংলাদেশ সফরে আসা বেলজিয়ামের রানি মাটিল্ডা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে মিয়ানমারে সহিংসতার শিকার নারীদের সঙ্গে কথা বলেছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান বলে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. সামছু-দ্দৌজা নয়ন জানান।
তিনি বলেন, ক্যাম্পে পৌঁছে রানি রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার গিয়ে শিক্ষাদান পদ্ধতি দেখেন এবং মিয়ানমারে সহিংসতার শিকার রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন। পরে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গাছের চারা রোপণ করেন।
এ সময় তিনি ক্যাম্পে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রম এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাপন দেখার পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করবেন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় বেলজিয়ামের রানি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে কথা বলেছেন তার সঙ্গে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।