ফেব্রুয়ারি মাস মানেই দিবস আর উৎসবের ঘনঘটা। সামনে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস তো রয়েছেই। আজ ৭ ফেব্রুয়ারি হচ্ছে রোজ ডে বা বিশ্ব গোলাপ দিবস। বিভিন্ন রঙের গোলাপের রয়েছে বিভিন্ন অর্থ। জেনে নিন কোন গোলাপ কিসের প্রতীক।
লাল গোলাপসময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে। কিন্তু বদলায়নি রক্তলাল গোলাপের আবেদন। যুগের পর যুগ ধরেই ভালোবাসা প্রকাশের ভাষা হিসেবে লাল গোলাপের আদান-প্রদান হয়ে আসছে। প্রেমের কবিতা বা রোমান্টিক গল্পেও লাল টকটকে গোলাপের কথা এসেছে বারবারই। ভালোবাসার প্রতীক বলা হয় লাল গোলাপকে। হলুদ গোলাপবন্ধুত্বকে বলা হয় নির্ভরতার সম্পর্ক। আর হলুদ গোলাপ হচ্ছে বন্ধুত্বের প্রতীক। আনন্দের প্রতীকও বলা হয় একে। বন্ধুত্ব মানেই তো আনন্দ, নাকি?