You have reached your daily news limit

Please log in to continue


কাজ নেই ধুলোবালি পরিষ্কারের ছয় রোড সুইপার ট্রাকের

রাজপথের ধুলোবালি পরিষ্কার করতে স্থানীয় ঢাকার দুই সিটি করপোরেশনকে তিনটি করে ছয়টি রোড সুইপার ট্রাক দেওয়া হয়। ২০২০ সালে সরকার মন্ত্রণালয় থেকে দেওয়া হয় এগুলো। তবে ঢাকার রাস্তার জন্য উপযোগী না হওয়ায় অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে এসব ট্রাক। ট্রাকের ওপরই জমেছে ধুলার স্তর।

যানগুলোর দ্বায়িত্বে থাকা কর্মীরা বলছেন, সড়কে দৈনিক যে পরিমাণ ধুলা জমে তাতে এইসব সুইপার ট্রাক যথেষ্ট নয়। এছাড়া ধুলার সঙ্গে রাস্তায় থাকা নানাবিধ আবর্জনার কারণে অল্প সময় চালানোর পরই এসব ট্রাক আর ধুলা টানতে পারে না। ঢাকার রাস্তার জন্য প্রয়োজন আরও শক্তিশালী যন্ত্র।২০২০ সালের ৩০ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় ১২টি সিটি করপোরেশনকে ২০টি রোড সুইপার ট্রাক দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন