মানুষ মাত্রই স্বপ্নচারী। কোনো না কোনো স্বপ্নের জাল বুনে মানুষ প্রবহমান রাখে জীবনের গতি। কিন্তু সব মানুষের পক্ষে সর্বজনীন স্বপ্ন দেখা কি সম্ভব? নিশ্চয়ই নয়! যারা সেই স্বপ্ন দেখেন তাদের সংখ্যা একেবারেই হাতেগোনা। সেইসব স্বপ্নবিলাসী মানুষেরই একজন ঋত্বিক ঘটক।
তার নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই একজন চলচ্চিত্র নির্মাতার মুখ আমাদের সামনে ভেসে ওঠে। যিনি আজীবন একটি স্বপ্ন লালন করে, সেই স্বপ্নকে পূর্ণতা দানের চেষ্টা করেছেন। আমার এমন অভিব্যক্তির পর খটকা লাগতে পারে মনে, বলতে পারেন—তিনি তো স্বপ্ন ফেরি করেননি, করেছেন বেদনার বিলাপ।