বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাকিব-তামিমদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে। তার ডেপুটি হিসেবে কে কাজ করবে সেই কোচের সন্ধানে এখনও বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। তাদের পছন্দের তালিকায় আছে মোহাম্মদ সালাউদ্দিনের নাম! যদিও সহকারী কোচের পদে আগ্রহই নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই কোচের।
বছর দুয়েক আগেও সহকারী কোচ হওয়ার প্রস্তাব পান সালাউদ্দিন। কিন্তু ঘরোয়া ক্রিকেটের একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় মৌখিকভাবে পাওয়া প্রাথমিক সেই প্রস্তাবে সাড়া দেননি তিনি। সে সময় তাকে কোচিং স্টাফে নিতে আগ্রহ দেখান বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। যদিও এর আগে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে সালাউদ্দিনের। জেমি সিডন্স প্রধান কোচের দায়িত্ব নেওয়ার আগের বছর ২০০৬ সালে জাতীয় দলের সহকারী কোচ হন সালাউদ্দিন, কাজ করেন ২০০৮ সাল পর্যন্ত। ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত।