সারা বছর দেশের নারী ফুটবলাররা বাফুফে ভবনের চার তলায় ক্যাম্প করেন। দেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে চলাকালেও তারা ওই ক্যাম্পে অবস্থান করেন। চলমান চারজাতির সাফ অ-২০ নারী ফুটবল টুর্নামেন্টে সফরকারী তিন দেশ হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকলেও স্বাগতিক বাংলাদেশ থাকছে বাফুফে ভবনেই।
আন্তর্জাতিক টুর্নামেন্টে সাধারণত সব দলই হোটেলে অবস্থান করার কথা। অথচ বাংলাদেশ নারী ফুটবল দল ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো ভবনে থেকেই অংশগ্রহণ করে।
এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘ভবনে মেয়েরা অনেক অভ্যস্ত ও স্বাচ্ছন্দ্যবোধ করে, তাই এখানে থাকার সিদ্ধান্তটা মূলত টিম ম্যানেজমেন্টের। টুর্নামেন্টের সময় ভবনে থাকার অনুমতি আমরা এএফসি থেকে গ্রহণ করি। ফলে আইনত সমস্যা নেই।’
২০১৬ সাল থেকে মূলত নারী ফুটবলাররা বিদেশে নানা টুর্নামেন্ট ও প্রস্তুতি ম্যাচ খেলছেন। প্রতি বছরই দেশের বাইরে বয়সভিত্তিক সাফ ও এএফসি’র টুর্নামেন্ট থাকে। সে সময় হোটেলে থেকে বাংলাদেশের মেয়েরা নানা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ এবং সাফল্য বয়ে আনছেন। দেশে অনুষ্ঠিত টুর্নামেন্টেই কেবল তারা হোটেলের পরিবর্তে ভবনে থাকেন।