এবার হাতে গোনা কয়েকটি পাঠ্যবই দিয়েই বছরের প্রথম দিন স্কুলে স্কুলে বই উৎসবের আয়োজন করা হয়েছিল। তখন নীতিনির্ধারকেরা আশা প্রকাশ করেছিলেন, অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই। কিন্তু নতুন শিক্ষাবর্ষের এক মাসের বেশি সময় পরও শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছায়নি। বই ছাপা ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা যায়, এখনো প্রায় এক কোটি পাঠ্যবই মাঠপর্যায়ে (শিক্ষাপ্রতিষ্ঠানে) পৌঁছায়নি।
এসবের মধ্যে ১০-১২ শতাংশ বই প্রাথমিকের আর বাকিগুলো মাধ্যমিক পর্যায়ের। গত বুধবার পর্যন্ত ছাপা বাকি ছিল প্রায় ৫০ লাখ বই। বাকি ৫০ লাখ ছাপা হলেও প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) বা বিতরণপূর্ব পরিদর্শন হয়নি।