তদন্ত সংস্থা কেন ঠুঁটো জগন্নাথের ভূমিকায়

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৫

সাম্প্রতিক বছরগুলোতে অর্থ পাচার বাংলাদেশের অর্থনীতির প্রধান একটি বিষফোড়া হয়ে উঠলেও এটি প্রতিরোধে দৃশ্যমান কোনো রাজনৈতিক অঙ্গীকার দেখা যায় না। ২০০২ সালে দেশে প্রথম মানি লন্ডারিং প্রতিরোধ আইন হলেও, এ আইনে করা মামলার সংখ্যা যেমন কম, আবার মামলার তদন্ত ও বিচারের অগ্রগতি নেই বললেই চলে।


সম্প্রতি প্রথম আলোয় মানি লন্ডারিং নিয়ে তিন পর্বের প্রতিবেদনে বিদেশে অর্থ পাচারসহ মানি লন্ডারিং-সংক্রান্ত অপরাধের তদন্ত ও বিচারের যে সার্বিক ভঙ্গুর চিত্র উঠে এসেছে, তা একই সঙ্গে হতাশাজনক ও অগ্রহণযোগ্য। আইন পাস হওয়ার পর থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত মানি লন্ডারিং আইনে মোট ৭৫২টি মামলা হলেও, মাত্র ৫৬টি মামলার নিষ্পত্তি হয়েছে। সাজা হয়েছে ৪৪ ব্যক্তির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us