You have reached your daily news limit

Please log in to continue


পশ্চিমাদের এখনই ইউক্রেন যুদ্ধ থামানো উচিত

ইউক্রেন যুদ্ধের ফল অন্তত পশ্চিমা রাজনীতির কিছু নীতিনির্ধারকের জন্য- অস্ত্র সরবরাহের নিরিখে পরিমাপ করা যেতে পারে। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার নির্মম আক্রমণের জবাব দিতে ইউক্রেন ব্যবহার করছিল বর্শা, কামান ও মর্টারের মাঝামাঝি ধরনের হাউইটজার নামক অস্ত্র, ড্রোন, অস্ত্রসজ্জিত যানবাহন, বিমানবিধ্বংসী সিস্টেম ও ১৯৯০-এর দশকে মার্কিন সেনাদের জন্য নির্মিত রকেট লাঞ্চার। অতি সম্প্রতি সেখানে যুক্ত হয়েছে ট্যাঙ্ক। প্রতিটি পর্যায়ে কিয়েভ আক্রমণকারী রাশিয়ানদের বিতাড়িত করার জন্য আরও অস্ত্র দাবি করেছে এবং প্রায় প্রতিটি পর্যায়ে পশ্চিমারা ইউক্রেনের দাবি মেনে নিয়েছে। যদিও সম্ভবত ইউক্রেন যত দ্রুত তা চেয়েছে, তত দ্রুত নয়।

পরবর্তী রাউন্ডের আবদারটি হতে চলেছে বহুমুখী যুদ্ধবিমানবিষয়ক, যা কিয়েভ চায় (এখনও গুজব হলেও) সম্ভাব্য নতুন রুশ আক্রমণ ঠেকাতে এবং রাশিয়ার কাছ থেকে ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের পাশাপাশি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত মাসে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের অভিজাতদের উদ্দেশে বলেছিলেন, আমাদের আপনারা অস্ত্র দিন। আমরা এক সময় আমাদের ছিল এমন সবকিছু ফেরত আনব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন