১৭০ কোটি ডলারের চোরাই ক্রিপ্টো গেছে উত্তর কোরিয়ায়?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৮

২০২২ সালে উত্তর কোরিয়া সমর্থিত হ্যাকাররা একশ ৭০ কোটি ডলারের ক্রিপ্টোমুদ্রা চুরি করেছে– এমনই দাবি করছে শীর্ষ এক ব্লকচেইন বিশ্লেষক কোম্পানি।


ক্রিপ্টো চুরির বেলায় এটি উত্তর কোরিয়ার আগের রেকর্ডের চারগুণ। ২০২১ সালে ৪২ কোটি ৯০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির অভিযোগ এসেছিল দেশটির বিরুদ্ধে।


এই সংখ্যা গত বছরের বিশ্বজুড়ে তিনশ ৮০ কোটি ক্রিপ্টো চুরির ৪৪ শতাংশ। একে ‘ক্রিপ্টো হ্যাকিংয়ের জন্য সবচেয়ে বড় বছর’ হিসেবে আখ্যা দিয়েছে বিশ্লেষক কোম্পানি চেইনালিসিস।


বিশেষজ্ঞরা বলছেন, ব্যপক নিষেধাজ্ঞার মুখে পড়া দেশটি নিজস্ব পারমাণবিক অস্ত্রাগারের খরচ মেটানোর জন্য ক্রিপ্টো চুরির পথ বেছে নিয়েছে।


এরইমধ্যে ছয়টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বিশ্লেষকদের অনুমান, কিম জং-উনের অধীনে পারমাণবিক অস্ত্র প্রকল্পের গতি বাড়াতে এ বছর নিজেদের সপ্তম পরীক্ষা চালাতে পারে দেশটি।


বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটের পরও গত বছর রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ও অন্যান্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us