বেইলআউট কর্মসূচির দীর্ঘ-প্রতীক্ষিত পর্যালোচনা শেষ করতে প্রয়োজনীয় সব শর্ত পূরণে পাকিস্তান সরকারকে তাগাদা দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত কার্যকরে বিরোধীদের বাধা সৃষ্টির সম্ভাবনা নিয়ে তারা উদ্বিগ্ন।
মঙ্গলবার তারা এ উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছে ডন।
পাকিস্তান সফরে যাওয়া আইএমএফ প্রতিনিধিদলের প্রধান নাথান পোর্টার ঋণখেলাপি হওয়া এড়াতে পাকিস্তানকে যে কঠিন সব সিদ্ধান্ত নিতে হবে, সেখানে বিরোধীদের ভূমিকা কী হবে তা নিয়ে প্রশ্নও তুলেছেন।