You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তানের মসজিদে আত্মঘাতী হামলায় নিহতদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ১০০ জনের মরদেহ পাওয়ার কথা জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া আহত ২২৫ জনের বেশি। তাঁদের অনেকেই গুরুতর আহত অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন।


পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, তাঁদের হাসপাতালে এখন পর্যন্ত ১০০ মরদেহ আনা হয়েছে। গতকাল মঙ্গলবার বিবৃতিতে এ কথা বলেন আসিম। সোমবারের ভয়াবহ হামলায় নিহতদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা বলেও জানান তিনি।


নিহতদের মৃতদেহ পরিবারের কাছে তুলে দেওয়ার কাজও শুরু হয়েছে। এর মধ্যেই বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দাফন সম্পন্ন হয়েছে। এ সময় তাঁদের কফিন পাকিস্তানি পতাকা দিয়ে ঢাকা ছিল।

সোমবার জোহরের নামাজের সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছিলেন। পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ইজাজ খান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, হামলার সময় ওই এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ কর্মকর্তা দায়িত্বরত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন