মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ গত ২৫ জানুয়ারি ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির সামাজ্য আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারবাজারে ‘কারসাজি ও প্রতারণার’ অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রকাশ করে।
এই প্রতিবেদন প্রকাশের পর ঝড়ের কবলে পড়ে আদানি গ্রুপ। কোম্পানিটির সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের শেয়ারে ব্যাপক দরপতন হয়। এতে অল্প সময়ের মধ্যে বিপুল সম্পত্তি হারান গৌতম আদানি। সাতদিনেরও কম সময়ে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী থেকে নবমস্থানে নেমে গেছেন তিনি।