ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলার সঙ্গে জড়িত ইসরাইল। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে ইরানের ইসফাহান শহরের একটি প্রতিরক্ষা কারখানায় এ হামলার ঘটনা ঘটে। রোববার ভোরে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে। তবে সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান।
এ ঘটনায় ইসরাইল এখনও কোন মন্তব্য করেনি।
যদি ইরানে এই হামলা ইসরাইলের বলেই প্রমাণিত হয়, তবে বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাগ্রহণের পর এটিই হবে দেশটিতে প্রথম হামলা।