পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আধুনিক সময়ে নাগরিক সেবার ধারণাকে প্রাধান্য দিয়ে পুলিশি সেবাকে গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন সরকার প্রধান বলেন, ‘পুলিশ বাহিনী যেন জনগণের আস্থা অর্জন করতে পারে।
যেকোনও দুর্যোগ মোকাবিলা বা সন্ত্রাস দমন বা যে কোনও কাজ করতে গেলে জনগণের সহায়তা একান্তভাবে দরকার। মানুষ কোনও বিপদে পুলিশকে পাশে পেলে যেন অন্তত আশ্বস্ত হয়। কাজেই সেই দিকে লক্ষ্য রেখেই আমি বলবো পুলিশ তার পেশাদারিত্ব এবং সহমর্মিতা দিয়ে মানুষের আস্থা অর্জন করবে।’