পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি হাসপাতালে কিয়েভ সেনারা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। এ হামলায় ১৪ নিহত হয়েছেন।
এছাড়া হাসপাতালের কর্মী ও রোগীসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) রাতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ নিয়ন্ত্রিত নোভোইদারের একটি হাসপাতালে রকেট হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমরাস রকেট দিয়ে এ হামলা চালানো হয়।