এক রাতের মধ্যে ব্রণ মিলিয়ে দেওয়ার উপায়

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ১৩:১০

শীতের এই সময়টায় প্রায় সব প্রতিষ্ঠানেই ফ্যামিলি যে উদযাপন করা হয়। ঠিক তেমনি জিনিয়ার মাত্র দু’দিন পরই অফিসের ফ্যামিলি ডে।


সবার সঙ্গে দেখা হবে, ছবি তুলতে হবে, সাজ-পোশাক সব গোছানো শেষ।


এতো প্রস্তুতির পরও জিনিয়ার মন খারাপ। কারণ মুখে অনেকগুলো ব্রণ হয়েছে। আয়নায় মুখ দেখে মন খারাপ হয়ে যাচ্ছে।  


সে ভাবছে যদি এক রাতের মধ্যে ত্বক থেকে ব্রণগুলো নাই করে দেওয়া যেত! আসলেই যদি ব্রণগুলো দূর করা যায় তাহলে কেমন হয়? 


আসুন জেনে নেওয়া যাক এক রাতের মধ্যে ব্রণ মিলিয়ে দেওয়ার উপায়গুলো- 


•    একটা নরম কাপড়ে মুড়ে ওই বরফের টুকরো ব্রণের ওপরে আলতো করে চেপে ধরুন। এতে ব্রণ ভেতর থেকে শুকিয়ে যাবে
•    অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে টি ট্রি অয়েলে। দুফোঁটা নিয়ে তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্রণের ওপরে লাগাবেন। কয়েক ঘণ্টা পর ধুয়ে ফেলুন
•    মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রাতের মধ্যেই ব্রণ সারিয়ে তুলবে। রাতে এক দুফোঁটা লাগিয়ে দিন ব্রণে, সকালে উঠে ধুয়ে ফেলুন।  


সকালে আয়নায় দেখুন ব্রণগুলো সত্যি বসে গেছে ত্বকের সঙ্গে। এবার পিকনিকের আনন্দে আর কোনো বাধা রইলো না।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us