নিরাপত্তাঝুঁকিতে ওয়ার্ডপ্রেসে তৈরি ওয়েবসাইট

প্রথম আলো প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ১১:০৬

ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় প্লাগ–ইন লার্নপ্রেসে তিনটি ত্রুটির সন্ধান পেয়েছেন প্যাচস্ট্যাকের নিরাপত্তা গবেষকেরা। এই ত্রুটির ফলে বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেসে তৈরি প্রায় এক লাখ ওয়েবসাইট নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি করে প্লাগ–ইনগুলোর হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। নিরাপত্তা গবেষকদের দাবি, সিভিই–২০২২–৪৭৬১৫, সিভিই–২০২২–৪৫৮০৮ এবং সিভিই–২০২২–৪৫৮২০ নামের ত্রুটিগুলো কাজে লাগিয়ে সহজে দূর থেকেই ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করা যায়।


ফলে ওয়েবসাইটের নিরাপত্তা শঙ্কার পাশাপাশি ব্যবহারকারীদের তথ্য পাচারের আশঙ্কা রয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় এক লাখ ওয়েবসাইটে লার্নপ্রেস প্লাগ–ইন ব্যবহার করা হচ্ছে। আর তাই ওয়েবসাইটগুলোতে দ্রুত হালনাগাদ সংস্করণের প্লাগ–ইন ব্যবহারের পরামর্শ দিয়েছেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us