ফেসবুকের চ্যাট অ্যাপ মেসেঞ্জার ব্যবহার করেন ফেসবুকের প্রায় সব ব্যবহারকারী। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ এবং অফিসিয়াল নানান চ্যাটও করা হয় এই প্ল্যাটফর্মে। তবে মাঝে মাঝে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা যায় মেসেঞ্জারে।
ব্যবহারকারীর নিরাপত্তা বাড়াতে মার্ক জাকারবার্গের প্ল্যাটফর্মটি চ্যাটের স্ক্রিনশট নেওয়ার সুবিধা বন্ধ করেছে। ফলে এখন কেউ চাইলেই অন্য কারো ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট নিয়ে তার সম্মান ক্ষুণ্ণ করতে পারবেন না। অনেক আগেই ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করেছে মেটা। তবে এখন এন্ড-টু-এন্ড এনক্রিপশন চ্যাটে আলাদা করে থিম, স্ট্য়াটিক কালার ও গ্র্যাডিয়েন্ট থিম ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী। একই ভাবে থাকছে ইমোজির ভেরিয়েশন। সেসব কাস্টমাইজ করতে পারবেন ব্যবহারকারী নিজেই।