রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যে যুদ্ধ বাধিয়েছেন এবং সে যুদ্ধের কারণে বিশ্বে রাশিয়ার ভাবমূর্তি যে মাত্রায় ক্ষুণ্ন হয়েছে, তাতে করে এ আশঙ্কা অনেকের মনেই জাগবে যে, দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ কী? সেক্ষেত্রে নিকট ভবিষ্যতে উদ্ভূত সম্ভাব্য পরিস্থিতির মধ্যে প্রথম শঙ্কাটি হচ্ছে, পুতিন মারা গেলে ক্ষমতা দখলে এগিয়ে আসবে ক্রেমলিন হার্ডলাইনার বলে পরিচিতদের মধ্যে নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের মতো ব্যক্তিরা।
দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে, নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে আলেক্সেই নাভালনির মতো পুতিনবিরোধী শক্তি আসতে পারে ক্ষমতায়। তবে বাস্তবে যেটাই ঘটুক, আমি অত্যন্ত একটি বিষয়ে নিশ্চিত, পুতিন যে যুদ্ধ শুরু করেছেন, সে যুদ্ধ শেষ করে যেতে পারবেন না তিনি।