রোহিঙ্গা ইস্যু সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ২১:৪০

রোহিঙ্গা ইস্যু শুধু আমাদের জন্য নয়, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠী সবকিছু ছেড়ে এখানে এসেছে, এজন্য তারা যেকোনো প্রলোভনে প্রলুব্ধ হতে পারে। তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের ক্ষেত্র হতে পারে।


সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কেউ কেউ ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে, নিজেরা নিজেরা মারামারি করছে। তারা কাঁটাতারের বেড়া পেরিয়ে চলে যাচ্ছে। কর্মহীন মানুষ একত্রে থাকলে যা হয়ে থাকে, তাই হচ্ছে।


তবে বিজিবি, কোস্টগার্ড কঠোরভাবে এসব মনিটরিং করছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।


সম্প্রতি সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অনেকে অপরাধে জড়িত হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। জনপ্রতিনিধি হোক, আইনশৃঙ্খলা বাহিনী হোক কেউই আইনের ঊর্ধ্বে নয়। র‌্যাবের ১৭ জন, পুলিশের ডিআইজি লেভেলের একজনসহ আরও পুলিশ সদস্য কারাগারে রয়েছেন। একথা বলতে পারি, আইন অনুযায়ী যেই অপরাধ করে থাকুক বিচার হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় মিয়ানমারের ৪০০ চাকমা

প্রথম আলো | ঘুমধুম ইউনিয়ন পরিষদ, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
২ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us