২০১৫ সাল থেকে বাফুফের নারী ফুটবল ক্যাম্পে ছিলেন আনুচিং মগিনি। সর্বশেষ নেপালে সাফে চ্যাম্পিয়ন হওয়া দলে ছিলেন। এই প্রথম তিনি বাদ পড়লেন কোচ গোলাম রব্বানী ছোটনের ক্যাম্প থেকে। শনিবার ক্যাম্প থেকে বাদ পড়ার কথা শোনার পরই রাতে তিনি ফিরে গেছেন খাগড়াছড়ি।
ক্যাম্প থেকে বাদ পড়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসে ফুটবল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই পাহাড়ীকন্যা। স্ট্যাটাসে তিনি লিখেছেন ‘আজকের পর থেকে ফুটবলকে বিদায়।’
ক্যাম্প থেকে বাদ পড়লেই ফুটবল ছেড়ে দিতে হবে কেন? খাগড়াছড়ি থেকে আনুচিংয়ের জবাব ছিল এরকম, ‘আমাকে একটু সম্মানজনকভাবে বিদায় দিতে পারতো। অনেক দিন ধরে ক্যাম্পে ছিলাম। সারাদিন অনুশীলন করালেন, জিম করালেন। বিকেলে বলে দিলেন বাড়ি চলে যাও, তুমি বাদ পড়েছো। এটা হতে পারে না। তাই আমি ফুটবল আর খেলবো না বলে সিদ্ধান্ত নিয়েছি।’