আন্তর্জাতিক ফুটবল থেকে এফএফএসএলকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফলে শ্রীলঙ্কার জাতীয় দল ও কোনো ক্লাব পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে কোনো খেলায় অংশ নিতে পারবে না। এমনকি নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে ফিফার আর্থিক কিংবা উন্নয়ন কর্মসূচির কোনো সহায়তাও পাবে না এফএফএসএল।