হালান্ডরা চেনারূপে না ফিরলে সিটি ছাড়তে পারেন গার্দিওলা

চ্যানেল আই প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ১৭:০৮

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে শেষে ৪-২ ব্যবধানের জয়, এমন প্রত্যাবর্তনের পরও অখুশি ব্লুজদের ম্যানেজার পেপ গার্দিওলা। পাঁচ মৌসুমে চার প্রিমিয়ার লিগ মুকুটজয়ী স্প্যানিশ কোচ শিষ্যদের ছুঁড়লেন প্রচ্ছন্ন হুমকি। হালান্ড-আলভারেজরা স্বরূপে ফিরতে না পারলে ছেড়ে দেবেন কোচের পদই।


ম্যানসিটিতে গার্দিওলার চুক্তির মেয়াদ ২০২৫ পর্যন্ত। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, ‘যখন খেলতাম তখন টানা চার মৌসুমে লা লিগা জিতেছিলাম। টানা জিতে পঞ্চম মৌসুমে আগের মতো ছিলাম না, ষষ্ঠ আসরেও একই অবস্থা। আমার মধ্যে শিরোপার যথেষ্ট ক্ষুধা ছিল না। ভাবতাম কত ভালো খেলি, তারপর পঞ্চম ও ষষ্ঠ মৌসুমে রিয়াল মাদ্রিদ ট্রফি জিতে নেয়।’


‘আমি চ্যালেঞ্জটা বুঝি, কিন্তু সেটা করার জন্যই এখানে এসেছি। সভাপতিও সেটা জানেন। আমি এখানে থাকতে চাই, পারফরম্যান্স বহাল না থাকলে আমি চুক্তিবদ্ধ থাকব না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us