নিউজিল্যান্ডের ক্ষমতাসীন লেবার পার্টি আজ রোববার দলের নেতা ও দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ক্রিস হিপকিনসকে বেছে নিয়েছে। তিনি দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের স্থলাভিষিক্ত হচ্ছেন। খবর রয়টার্সের
৪৪ বছরের হিপকিনস এই পদের জন্য একমাত্র মনোনীত প্রার্থী ছিলেন। আজ লেবার ককাস সভায় আনুষ্ঠানিকভাবে তাঁকে বেছে নেওয়া হয়।
গত বৃহস্পতিবার জেসিন্ডা আরডার্ন পদত্যাগের ঘোষণা দেন।
হিপকিনস তাঁর নিয়োগের ঘোষণা দিয়ে বলেন, এটি তাঁর জীবনে বড় অর্জন ও দায়িত্ব। তিনি বলেন, সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলা করতে তিনি উৎসাহ বোধ করছেন।
হিপকিনস উপপ্রধানমন্ত্রী হিসেবে কার্মেল সেপুলোনির নাম ঘোষণা করেছেন। করোনা মহামারি মোকাবিলায় সাফল্য রয়েছে ‘চিপ্পি’ নামে পরিচিত হিপকিনসের। তখন তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। হিপকিনস বলেছেন পরে তিনি বাকিদের নাম জানাবেন।