রেলস্টেশনে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুতায়নের নির্দেশ

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ১৬:৩৬

রেলস্টেশনগুলোয় নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুতায়ন ত্বরান্বিত করতে নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। রোববার (২২ জানুয়ারি) জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।


জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান। অংশ নেন কমিটি সদস্য ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. নূরুজ্জামান বিশ্বাস, খালেদা খানম ও নার্গিস রহমান


বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়মিতভাবে এলাকাভিত্তিক উঠান বৈঠক আয়োজন; বিদ্যুতের পরিমিত ব্যবহার নিশ্চিতকরণ; পিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও অফ-পিক আওয়ারে প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ; লোডশেডিং বিষয়ে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে পদক্ষেপ গ্রহণ ও বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ গ্রহণে হটলাইন চালু বিষয়ে আলোচনা হয়।


জনসাধারণের সহজে বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে বিআরইবি-র মনিটরিং সেলের কার্যক্রম; ওভারলোডেড ট্রান্সফরমার পরিবর্তন; বিতরণ লাইন নির্মাণ; পোল স্থানান্তর; আপগ্রেডেশন কাজে ঠিকাদার নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা; বিদ্যুতের দাম নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কেও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।


এ ছাড়া কার্বন নিঃসরণ কমিয়ে নেট জিরো অর্জনে কার্বন ক্যাপচার ইউটিলাইজেশন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা। এ সময় রেলস্টেশনগুলোয় রুফটপ সোলার স্থাপনসহ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুতায়ন ত্বরান্বিত করতে নির্দেশনা দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us