‘বিশ্বব্যাপী সিদ্ধান্তহীনতা’ দেশের আরও জনগণকে হত্যা করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। লিওপার্ড ট্যাংক সরবরাহ করার বিষয়ে জার্মানির সিদ্ধান্তহীনতার মধ্যেই এমন অভিযোগ তুলল দেশটি।
ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক শনিবার (২১ জানুয়ারি) টুইটারে লিখেছেন, ‘আজকের সিদ্ধান্তহীনতা আমাদের আরও বেশি লোককে হত্যা করছে। ’
তিনি বলেন, ‘প্রতিটি দিন বিলম্ব মানে আরও ইউক্রেনীয়দের মৃত্যু। তাই দ্রুত চিন্তা করুন। ’
প্রায় ৫০টি দেশ গত শুক্রবার ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ান ডলার মূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহ করতে সম্মত হয়। এর মধ্যে রাশিয়ান বাহিনীর আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে সাঁজোয়া যানসহ অন্যান্য যুদ্ধাস্ত্রও কিয়েভকে দেওয়ার কথা রয়েছে।