কখনো কখনো একত্রবাস দুঃসহবাসও হতে পারে। কিন্তু এই সত্যটি মানুষ ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করে না, যতক্ষণ পর্যন্ত না থানায় গিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে। কোন কোন অভিযোগ মামলা পর্যন্ত গড়ায়। যে মানুষটিকে নিরাপদ ও নিরাপত্তা মনে করে দিনের পর দিন একই ছাদের নিচে বসবাস করেছে; সেই দুটি মানুষই বিচ্ছিন্ন হওয়ার জন্য প্রাণপণ মরিয়া হয়ে উঠে।
এই বিচ্ছিন্নতা কোন অন্যায় নয়, অপরাধ নয়, পাপ নয়- দুটো মানুষ যদি বিশ্বাস, ভালোবাসা, বোঝাপড়ায় না মেলে তবে একত্রবাস অর্থহীন। যদিও এই বিচ্ছিন্নতাকে ভালোভাবে দেখে না- সমাজ। সমাজের কথা হলো যাই হোক, যেমনই হোক- একসঙ্গে থাকো।