একটি সত্যকে ঢাকতে গাজীপুরের বাসন থানা-পুলিশ একের পর এক অসত্যের আশ্রয় নিয়েছে। সুতা ব্যবসায়ী রবিউল ইসলামকে থানা হেফাজতে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। অথচ সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে থানায় মামলা করেছে পুলিশ। এই মামলায় বাদী করা হয়েছে রবিউলের ভাই মহিদুল ইসলামকে। অথচ তিনি জানিয়েছেন, মামলার বিষয়ে কিছু জানেন না।
পত্রিকার খবর অনুযায়ী, গত শনিবার অনলাইনে জুয়া খেলা ও মাদক ব্যবসার অভিযোগে গাজীপুরের ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকার সুতা ব্যবসায়ী রবিউল ইসলামসহ (৪৫) চারজনকে ধরে নিয়ে যায় বাসন থানার পুলিশ। টাকা দিয়ে অন্য তিনজন ছাড়া পান। কিন্তু টাকা না দেওয়ায় রবিউলকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় বলে তার স্বজনদের অভিযোগ।