টিনের ছাপরা, পলিথিনে ঘেরা স্থানে পাঠদান

প্রথম আলো প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ১৮:১৪

ফাঁকা মাঠের একটি স্থানে টিনের ছাপরা। চারপাশে বাঁশের খুঁটির সঙ্গে পলিথিন আটকানো। সেই স্থানে বেঞ্চে বসে আছে কয়েকজন শিক্ষার্থী। সামনে দাঁড়িয়ে পড়াচ্ছেন এক শিক্ষক। 


নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে এমন চিত্র। শ্রেণিকক্ষের অভাবে টিনের ছাপরা আর পলিথিনে মোড়ানো স্থানে পাঠদান করা হচ্ছে।


১৯৯৩ সালে উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর গ্রামে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। প্রতিষ্ঠার পর মাটির তিন কক্ষের একটি ভবনে শিক্ষা কার্যক্রম চলত। ২০১৮ সালে সরকারি অনুদানে চার কক্ষের একতলা একটি ভবন নির্মাণ করা হয়। চার কক্ষের মধ্যে একটি প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। ১৪ শিক্ষক-কর্মচারীর এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫০ জন। মাটির দেয়াল ও টিনের ছাপরার পুরোনো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও সেই ভবনের দুটি কক্ষ বর্তমানে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us