ইজতেমায় আখেরি মোনাজাত: মধ্য রাত থেকে বন্ধ হচ্ছে যেসব সড়ক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ১৭:২৭

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে গাজীপুরের টঙ্গীর কয়েকটি সড়ক, মহাসড়ক বন্ধ রেখে ডাইভারশনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। 


রোববার সকালে অনুষ্ঠেয় আখেরি মোনাজাতে প্রথম পর্বের মতই তুরাগ তীর ও এর আশপাশে লাখো মানুষের সমাগম হবে ধারণা করা হচ্ছে।


কাকরাইলের তাবলিগ জামাতের শুরা সদস্য ও ইজতেমার মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারণা করা হচ্ছে, রোববার বেলা ১২টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।”


এ জন্য শনিবার মধ্যরাত থেকে তিনটি সড়ক ও মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।


সকাল ১১টায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের পুলিশ কমিশনার বলেন, আখেরি মোনাজাতের জন্য প্রথম পর্বের মতই সড়কে ব্যবস্থা নেওয়া হবে।


নজরুল ইসলাম বলেন, “টঙ্গী থেকে ভোগড়া পর্যন্ত এবং কামারপাড়া ব্রিজ থেকে মুন্নু গেইট পর্যন্ত সড়কগুলো বন্ধ থাকবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us