হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ড করেন প্রায় সবাই। সকাল-বিকেল শুভেচ্ছা পাঠানো থেকে অন্য যেকোনো ছবি, ভিডিও অথবা টেক্সট, হোয়াটসঅ্যাপে প্রায় প্রতিদিনই মেসেজ ফরওয়ার্ড করেন সবাই। এক চ্যাটের মেসেজ অন্য কাউকে পাঠানোর জন্য এই ফিচারের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এবার মেসেজ ফরওয়ার্ড করার জন্য নতুন ফিচার যুক্ত হলো এই জনপ্রিয় অ্যাপে। ধরুন আপনাকে কেউ একটা ছবি অথবা ভিডিও পাঠিয়েছেন, যেখানে মিডিয়া ফাইলের সঙ্গে রয়েছে ক্যাপশন। কিন্তু আপনি ক্যাপশন ছাড়া শুধু ছবি অথবা ভিডিওটি ফরওয়ার্ড করতে চান।
এত দিন হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ড করার সময় ক্যাপশন লেখা অথবা ডিলিট করার অপশন পাওয়া যেত না। তবে নতুন ফিচারে এ সমস্যার সমাধান রয়েছে। অ্যান্ড্রয়েড গ্রাহকরা যেকোনো ছবি অথবা ভিডিও ফরওয়ার্ড করার সময় ক্যাপশন ডিলিট করার সুযোগ পাবেন। চাইলে ছবি অথবা ভিডিওর সঙ্গে যে ক্যাপশন লেখা রয়েছে তা ডিলিট করেও মেসেজ ফরওয়ার্ড করতে পারবেন। ছবি, ভিডিও ছাড়াও ডকুমেন্ট ও এওঋ ফরওয়ার্ড করার সময় নতুন এই ফিচার ব্যবহার করা যাবে। গত মাসে রচযড়হব গ্রাহকদের ফোনে মেসেজ ফরওয়ার্ড ক্যাপশন ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। এবার অ্যান্ড্রয়েড গ্রাহকদের ফোনে এই ফিচার পাঠাল মার্কিন সংস্থাটি। মেসেজ ফরওয়ার্ড করার সময় ক্যাপশন ডিলিট করার সুযোগ পেলে সুবিধা হবে ব্যবহারকারীদের।