গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণার ধাক্কা লেগেছে শেয়ারবাজারেও। বিশেষ করে যেসব শিল্পে গ্যাসের এ বাড়তি দামের সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় রয়েছে, সেসব শেয়ারের দাম পড়ে গেছে। যার প্রভাব পড়েছে লেনদেনেও। আগের দিনের তুলনায় গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৩৪৩ কোটি টাকা বা ৩৭ শতাংশ কমেছে।
এমনিতে শেয়ারবাজারের বেশির ভাগ কোম্পানির শেয়ার সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে। চলতি সপ্তাহের শুরু থেকে বাজারে কিছুটা গতি আসায় ধীরে ধীরে কিছু কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন মূল্যস্তরের ওপরে উঠে আসে। তাতে লেনদেনও বেড়ে ৯০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। কিন্তু গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা নতুন করে শেয়ারবাজারের জন্য দুঃসংবাদ বয়ে আনল।