১৮ হাজার কর্মী ছাঁটাই করার কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় একটি সিদ্ধান্ত নিল বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন। দ্বিতীয় এই ঘোষণারও সম্পর্ক রয়েছে ‘খরচ কমানো’র সঙ্গে।
‘অ্যামাজন স্মাইল’ নামের প্রকল্প বন্ধ করার এই ঘোষণা নিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ বলছে, কোম্পানিটি যেখানেই সম্ভব অর্থ খোঁজার চেষ্টা করছে।
অ্যামাজনস্মাইল প্রকল্পটির মাধ্যমে বিক্রিত প্রতিটি পণ্যের খরচের শতকরা আধা ভাগ যা দাতব্য সংস্থায় চলে যেত। এটি একটি ভিন্ন ওয়েবসাইট যেখান থেকে অ্যামাজনের মূল সাইটের মতোই পণ্য কেনা যায়। আর সেই কেনাকাটার হিসাব রাখে মূল কোম্পানি এবং সেখান থেকেই ক্রেতার নামে দানের অর্থ চলে যায় কোনো দাতব্য সংস্থায়।