টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার বিচার নয় বছরেও শেষ হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।
আর এই ক্ষোভ নিয়েই বুধবার ফারুক আহমেদের নবম মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচি নিয়েছে পরিবার ও জেলা আওয়ামী লীগ।
বহুল আলোচিত এই হত্যা মামলাটি টাঙ্গাইল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এস আকবর খান বলেন, এ পর্যন্ত ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ রয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাড়ির কাছ থেকে জেলা আওয়ামী লীগের তৎকালীন সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।