৩৭৯ পদে জামাই আদর

প্রথম আলো প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ০৭:৩৪

শ্বশুরবাড়িতে জামাইয়েরা একটু বেশিই যত্নআত্তি পেয়ে থাকেন। সেই থেকেই হয়তো জামাই আদর কথাটি এসেছে কি না, সেটা নিশ্চিত না হওয়া গেলেও ভারতের অন্ধ্রপ্রদেশে যা হয়েছে, তা যে জামাই আদর চূড়ান্ত রূপ পেয়েছে তাতে সন্দেহ নেই। উৎসবের দিনে একটি পরিবার বাড়ির জামাইকে ৩৭৯ পদ দিয়ে আপ্যায়ন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল।


সৌভাগ্যবান ওই জামাতার নাম বৌদ্ধ মুরালিধরন। পেশায় স্থপতি তিনি। মুরালিধরনের বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনামের আসাকাপল্লি শহরে। তাঁর স্ত্রী কুসুমার বাড়ি একই প্রদেশের ইলুরু জেলায়। কুসুমা এমবিএ করছেন। সম্প্রতি মকরসংক্রান্তির উৎসবে শ্বশুরবাড়িতে যান মুরালিধরন। আর তখন ওই বাড়ির লোকজন জামাতাকে চমকে দিতে ভিন্নধর্মী এ পরিকল্পনা করেন।


টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরের মাঝখানে বিশাল একটি টেবিল। বাড়ির নারী সদস্যরা একের পর এক খাবারের বাটি সাজিয়ে রাখছেন। ভিডিওর একপর্যায়ে টেবিলে সাজানো সারি সারি খাবার দেখা যায়। আরেকটি ভিডিওতে খাবারে সাজানো টেবিলের পাশে মুরালিধরন–কুসুমা দম্পতিকে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us