ইউক্রেনে যুদ্ধের ঘটনায় রুশ নেতাদের বিচারের জন্য একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে জার্মানি। দ্য হেগ একাডেমি অফ ইন্টারন্যাশনাল ল-তে দেওয়া এক ভাষণে এমন আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আনালেনা বেয়ারবক বলেন, এই আদালতের কার্যক্রম বিদেশ থেকে হওয়া উচিত। তবে তাদের রুশ নেতাদের বিষয়ে তদন্ত ও বিচারের সক্ষমতা থাকতে হবে।
অংশীদারদের নিয়ে এমন একটি ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনা নিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান বেয়ারবক।